৩০ ডিসেম্বর ২০১৯ ।। ফেনী ডেস্ক ।।
ফেনী সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীলের মাতা বিমলা রাণী শীল গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, তার কিডনীতে জটিলতা দেখা দেয়ায় তাকে গত বৃহস্পতিবার ঢাকার শমরিতা হাসপাতালে ভর্তি করা হয়। রবিবার তার ডায়ালাইসিস সম্পন্ন করেন চিকিৎসকরা। তিনি বর্তমানে হাসপাতালের ৯৯৬নং কেবিনে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।
মায়ের সুস্থতা ও দ্রুত রোগ মুক্তি কামনা করে সকলের কাছে আশীর্বাদ প্রার্থনা করেছেন শুসেন চন্দ্র শীল। তিনি বলেন, আমার মা’র জন্য সকলে আশীর্বাদ করবেন, যেন তিনি দ্রুত সুস্থতা লাভ করেন।