২৯ ডিসেম্বর ২০১৯ ।। ফেনী ডেস্ক ।।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মেসেঞ্জারে নতুন বছরের শুভকামনা জানানোর জন্য অনেকে একটি স্প্যাম্প লিঙ্ক ফরোয়ার্ড করছে। এই লিঙ্কটির ফলে মেসেঞ্জার আইডি নিয়ন্ত্রণে নিচ্ছে একটি দল।

প্রযুক্তি বিশারদরা বলছেন, নতুন বছরকে সামনে রেখে অনেক স্প্যামার ও হ্যাকাররা এমন ম্যালওয়ার / ফিশিং ছড়িয়ে দিচ্ছে।

 
তাই ভুলেও এ ধরনের লিঙ্কে কেউ ক্লিক করবেন না। এতে করে আপনার একাউন্ট হ্যাক হতে পারে, এমনকি ডিজেবলও হতে পারে আপনার আইডি। তাই সাবধানে থাকুন। 

উপরের ছবিটির মতো লিঙ্ক আসলে সেটিতে ক্লিক করা থেকে বিরত থাকুন।