১৪ ডিসেম্বর ২০১৯ ।। ফেনী ডেস্ক ।।


লায়ন ডিস্ট্রিক্ট ৩১৫ বি ২ এর রিজিয়ন চেয়ারপার্সন, লায়ন্স ক্লাব অব ফেনী অর্কিডের প্রতিষ্ঠাকালীন সভাপতি ও ফেনী লিও ক্লাবের প্রাক্তন এডভাইজর, রিজিয়ন চেয়ারপার্সন লায়ন আলহাজ্ব রুহুল আমিন ভূঁঞার সহধর্মিণী লায়ন আমেনা আক্তার পলির মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ ডিসেম্বর) রাতে শহরের উত্তর ডাক্তার পাড়াস্থ লায়ন্স ক্লাব কার্যালয়ে এ শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।


লায়ন্স ক্লাব অব ফেনী মুহুরীর সভাপতি লায়ন মুহাম্মদ আবু তাহের ভূঁইয়ার সভাপতিত্বে উপস্থিত ছিলেন ফেনী সদর হাসপাতালের আরএমও ডা. মোঃ আবু তাহের, লায়ন ডিস্ট্রিক্টের রিজিয়ন চেয়ারপার্সন লায়ন মোঃ আনোয়ার হোসেন, লায়ন রুহুল আমিন ভূঁঞা, লায়ন ওমর ফারুক ভূঁঞা বেলাল, জোন চেয়ারপার্সন এডভোকেট নুরুল আমিন খান, প্রাক্তন সভাপতি ও লিও এডভাইজর লায়ন মোজাম্মেল হক বাবুল, লায়ন্স ক্লাব অব ফেনীর সহ-সভাপতি লায়ন রফিকুল হক নিপু, সেক্রেটারী লায়ন শহীদুল আলম ভূঁঞা, জয়েন্ট ট্রেজারার লায়ন দীন মুহাম্মদ, টেমার লায়ন পলাশ সূত্রধর, কাজী লেদারের সত্ত্বাধিকারী কাজী জামাল উদ্দিন, ফেনী লিও ক্লাবের প্রাক্তন সভাপতি লিও মীর হোসেন মাসুদ, সভাপতি সৈয়দ আশ্রাফুল হক আরমান সহ লিওবৃন্দ।


অনুষ্ঠানে বক্তারা মরহুমা লায়ন আমেনা আক্তার পলির জীবদ্দশায় সেবামূলক কার্যক্রমের স্মৃতিচারণসহ মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্তের কথা তুলে ধরেন। শোকসভার পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।