ফেনীতে বর্ণিল আয়োজনে পালিত হয়েছে দেশের সর্বাদিক প্রচারিত দৈনিক বাংলাদেশ প্রতিদিনের দুই যুগ পদার্পণ। গতকাল মঙ্গলবার (১৫ মার্চ) ফেনী প্রেসক্লাবে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংবাদিক ও অতিথিরা কেক কেটে উদযাপন করেন দিনটি। এতে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান।
পত্রিকার ফেনী জেলা পাঠক ফোরামের সভাপতি জহিরুল আলম জহিরের সভাপতিত্বে জেলা প্রতিনিধি জমির উদ্দিন বেগের সঞ্চালনা ও পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন, জেলার নবাগত অতিরিক্ত পুলিশ সুপার নাদিয়া ফারজানা, ফেনী পৌর মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী, ফেনী সদর উপজেলা চেয়ারম্যান বাবু শুসেন চন্দ্র শীল, জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মো: শহিদ উল্লাহ।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, প্রবীণ সাংবাদিক আবু তাহের, মীর হোসেন মীরু, ওসমান হারুন মাহমুদ দুলাল, শাহজালাল রতন, রবিউল হক রবি, মুহাম্মদ আবু তাহের ভূইয়া, মোহাম্মদ শাহাদত হোসেস, শুকদেব নাথ তপন।
এছাড়াও বক্তব্য রাখেন দৈনিক ফেনীর সম্পাদক ও প্রকাশক আরিফুল আমীন রিজভী, আতিয়ার সজল, কামাল উদ্দিন ভুইয়া, আরিফুর রহমান, নজির আহম্মদ রতন, যতন মজুমদার, শাহজালাল ভূইয়া, নাজমুল হক শামীম, মুহিবুল্লাহ ফরহাদ, মাইনুল রাসেল, সোলায়মান হাজারী ডালিম, সমীর ভূইয়া, জসিম মাহমুদ, এন এন জীবন, দিদারুল আলম, এডভোকেট রাশেদ মাজহার, এডভোকেট সাইফ উদ্দিন শাহিন প্রমূখ।
অনুষ্ঠানে আগতরা দৈনিক বাংলাদেশ প্রতিদিন এবং পত্রিকার ফেনী জেলা প্রতিনিধি জমির উদ্দিন বেগের সফলতা কামনা করে শুভেচ্ছা জানিয়ে সিক্ত করেন। জেলা ও উপজেলা পর্যায়ের সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।