প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক প্রটোকল অফিসার ও ফেনী ইউনিভার্সিটির ট্রাস্টি বাের্ডের চেয়ারম্যান আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমের শ্বশুর মো: আবু তাহের চৌধুরী আর নেই। আজ সোমবার (২ আগস্ট) ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।
আজ বাদ এশা গুলশান সোসাইটি মসজিদে মরহুমের প্রথম জানাযার নামায অনুষ্ঠিত হয়েছে। আগামীকাল মঙ্গলবার (৩ আগস্ট) চৌদ্দগ্রামের জগন্নাথ ইউনিয়নের সোনাপুর চৌধুরী বাড়িতে দ্বিতীয় নামাযে জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ফেনী-২ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী। এক বিবৃতিতে তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
উল্লেখ্য, মরহুম আবু তাহের চৌধুরী সেন্ট্রাল ইস্যুরেন্সের সাবেক চেয়ারম্যান ছিলেন।