পেশাদার সাংবাদিকদের সংগঠন ফেনী রিপোর্টার্স ইউনিটির ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। আজ শনিবার (৫ ডিসেম্বর) বিকালে শহরের রাজাঝি’র দিঘির পাড়স্থ ইউনিটি কার্যালয়ে দিনটি উপলক্ষ্যে কেক কাটা হয়।
ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি জাফর সেলিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক যতন মজুমদারের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন ইউনিটির ২০২১ সালের কার্যকরী কমিটির নির্বাচন উপলক্ষ্যে গঠিত কমিশনের প্রধান এডভোকেট এম. শাহাজান সাজু, সদস্য সুন্দরপুর এস আর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমির হোসেন ও রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক তৌহিদুল ইসলাম।
এসময় আরও উপস্থিত ছিলেন ইউনিটির প্রতিষ্ঠাতা সভাপতি ওছমান হারুন মাহমুদ দুলাল, সাবেক সভাপতি শাহাজালাল রতন, শাহাদাত হোসেন, জহিরুল হক মিলু, আরিফুল আমীন রিজভী, সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান খান, শুকদেব নাথ তপন, মাঈন উদ্দিন, বর্তমান কমিটির সহ-সাধারণ সম্পাদক ওমর ফারুক, কোষাধ্যক্ষ মাঈন উদ্দিন পাটোয়ারী, কার্য নির্বাহী সদস্য নুর উল্লাহ কায়সার, আলি হায়দার মানিক, সদস্য এনামুল হক পাটোয়ারী ও দিদারুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০১০ সালের ৫ ডিসেম্বর ফেনীতে কর্মরত সাংবাদিকের কল্যাণে ফেনী রিপোর্টার্স ইউনিটি প্রতিষ্ঠা করা হয়।