বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর জাতীয় ডেস্ক সমন্বয়কারী হয়েছেন ফেনীর ছেলে তানভীর আলাদিন। গত সোমবার (২৩ নভেম্বর) সংস্থার ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ একটি পত্রে তা নিশ্চিত করা হয়।
এর আগে সংস্থার বাংলা বিভাগে সিনিয়র সাব এডিটর পদে দায়িত্ব পালন করেছেন তিনি। সাংবাদিক, কবি ও নাট্যকার তানভীর আলাদিন ইয়ূথ জার্নালিস্ট ফোরাম ও ঢাকাস্থ ফেনী সাংবাদিক ফোরামের সভাপতি। এছাড়া তিনি বাংলাদেশ আওয়ামী তথ্য-প্রযুক্তি ফোরামের প্রেসিডিয়াম সদস্য।