কেক কেটে রোটার্যাক্ট ক্লাব ফেনী অপূর্ব’র ৫ম সনদ রজনী উদযাপন করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় শহরের একটি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে রোটার্যাক্ট প্রেসিডেন্ট ফরহাদ উদ্দিন পাশার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন রোটারী ক্লাব অব ফেনী অপূর্ব প্রাক্তন সভাপতি ও ডেপুটি গভর্ণর সাইদুল মিল্লাত মুক্তা, ক্লাব এডভাইজার পিপি হানিফ মজুমদার মিন্টু।
আরও বক্তব্য রাখেন সাবেক এডিআরআর পিপি শরিফুল ইসলাম অপু, রোটার্যাক্ট ক্লাব ফেনী অপূর্ব’র চার্টার প্রেসিডেন্ট ও রোটার্যাক্ট এডিআরআর আরাফাত উল মিল্লাত দিপুল, ডিষ্ট্রিক্ট সেক্রেটারী সাইফুদ্দিন রাসেদ, ডি আর আর এম্বাসেডর নাজমুদ্দিন জিকু এসময় আরও উপস্থিত ছিলেন রোটার্যাক্ট ক্লাব অব ফেনী অপূর্ব এর প্রেসিডেন্ট ইলেক্ট শরাফাত উল মিল্লাত ইপুল, সহ-সভাপতি হোসাইন মাহমুদ সুজন, ক্লাব সেক্রেটারী সোহরাব হোসেন। এসময় ফেনী অপূর্ব এর সকল সদস্য ও অন্যান্য ক্লাবের রোটার্যাক্টরবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য ২০১৫ সালের ৭ অক্টোবর রোটারী ইন্টারন্যাশনাল থেকে ক্লাবটি চার্টার প্রাপ্ত হয়।