ফেনী সদর উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন বালিগাও ইয়ুথ সোসাইটির ১২তম অভিষেক অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৯ অক্টোবর) বিকালে সংগঠনের বিদায়ী সভাপতি শহীদুল ইসলাম পাটোয়ারীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী চেম্বার অব কমার্সের পরিচালক বিশিষ্ট সংগঠক জালাল উদ্দিন বাবলু।
ফেনী শহরের ট্রাংক রোডস্থ একটি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফেনী জজ কোর্টের আইনজীবী এডভোকেট কায়কোবাদ সাগর, ফেনী মডেল কলেজের অধ্যক্ষ মোঃ ইলিয়াস হোসেন, আল বারাকা মিশন লিমিটেডের চেয়ারম্যান সহিদুল ইসলাম, তরুণ সংগঠক শরিফুল ইসলাম অপু, সংগঠনের উপদেষ্টা সাংবাদিক নুরউল্লাহ কায়সার।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নব নির্বাচিত সভাপতি সাহাব উদ্দিন ভুইয়া, সাধারন সম্পাদক দিদার হোসেন, কোষাধ্যক্ষ জামাল উদ্দিন সুমন।
পরে সদস্যদের মধ্য থেকে বছরের সেরা সংগঠক ও সেরা সদস্যের হাতে ক্রেস্ট তুলে দেন অতিথিরা।