‘এখানে এসেছি ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে। আমরা সরকারের কাছে দাবী জানাই কোন নারী যাতে ধর্ষনের শিকার না হয়।’
আজ মঙ্গলবার (৬ অক্টোবর) বিকালে ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনারে সম্প্রতি নোয়াখালীতে নারী নির্যাতনের প্রতিবাদে নিজের আবেগ ব্যক্ত করছিলেন পপি হিজড়া। তিনি বলেন, আমরা হিজড়া সম্প্রদায় ধর্ষকের প্রতি ঘৃণা জানাই। আমাদের আর কোন বোন যাতে ধর্ষণের শিকার না হয়।
মালা হিজড়া বলেন, সারা দেশে নারী নির্যাতন হচ্ছে, মেয়েদের উপর অত্যাচার হচ্ছে, নারীরা ধর্ষণের শিকার হচ্ছে। আমরা সে নির্যাতনের বিচারের দাবী নিয়ে এসেছি। যারা ধর্ষক আমরা তাদের সর্বোচ্চ শাস্তি দাবী করছি।
একইভাবে পপি ও সাদিয়া বলছেন, ধর্ষকের ফাঁসি হবে অন্যায়ের সঠিক বিচার।
আজ কেন্দ্রীয় শহীদ মিনারে ব্যতিক্রমী মৌন প্রতিবাদে অংশ নেয় ফেনীর ২০টি সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন। এতে অংশ নেয় ফেনীতে বসবাসরত ৩০জন হিজড়া। এসময় তারা বিভিন্ন ব্যানার হাতে নিয়ে ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে নিজেদের অবস্থান ব্যক্ত করেন।