ফেনী থিয়েটারের প্রধান সমন্বয়কারী ও মর্ডান এগ্রো এন্ড ডেইরি হ্যাচারির স্বত্বাধিকারী কামরুল আলমের পিতা আলহাজ্ তোফাজ্জল হোসেন আজ দুপুর ১টায় নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।)


তিনি দীর্ঘদিন ধরে কিডনীসহ বাধর্ক্যজনীত রোগে চিকিৎসাধীন ছিলেন।


কামরুল আলমের পিতার মৃত্যুতে ফেনী সাংবাদিক ফোরাম ঢাকা (এফএসএফডি) ও ইয়ুথ জার্নালিস্টস ফোরাম বাংলাদেশ (ওয়াইজেএফবি)-এর সভাপতি তানভীর আলাদিন গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।


আজ এক শোকবার্তায়, তিনি মরহুম তোফাজ্জল হোসেনের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।


ফেনী শহরের পূর্ব উকিলপাড়াস্থ ফেনী দাওয়াখানার অন্যতম স্বত্বাধিকারী আলহাজ্ তোফাজ্জল হোসেন (৭৫) তিন ছেলে, দুই মেয়ে এবং নাতি-নাতনিসহ ব্যাপক গুণগ্রাহী রেখে গেছেন। তিনি ফেনী দাওয়াখানার প্রতিষ্ঠাতা আলহাজ্ আব্দুল কুদ্দুসের বড় সন্তান ছিলেন।


আজ বাদ আসর ফেনী মডেল হাই স্কুল মাঠে মরহুমের প্রথম নামাজে জানাযা শেষে, ছনুয়ায় তার নিজ বাড়িতে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।