ফেনীতে লাইভে এসে কুপিয়ে গৃহবধূ তাহমিনা আক্তার হত্যার প্রতিবাদে বিক্ষোভ করেছে আকদিয়া গ্রামের লোকজন। আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকালে এ নৃশংশ হত্যার প্রতিবাদে প্রতিবাদে মুখর হয়ে নিহত গৃহবধূর গ্রামের লোকজনসহ স্থানীয় যুবকরা।


এসময় ‘খুনি টুটুলের ফাঁসি চাই’, ‘যৌতুকের দাবীতে আর কত প্রাণ যাবে’ ইত্যাদি প্লেকার্ড হাতে নিয়ে অভিযুক্ত টুটুলের ফাঁসি দাবী করেন স্থানীয়রা।


স্থানীয় এলাকাবাসীরা এ ঘটনা দ্রুত বিচার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবী জানান। তারা বলেন, এ ধরনের হত্যাকান্ড মেনে নেয়া যায়না।


উল্লেখ্য, বুধবার (১৫ এপ্রিল) দুপুরে ফেইসবুক লাইভে এসে স্ত্রী তাহমিনা আক্তারকে কুপিয়ে নির্মম ভাবে হত্যা করে বারাহীপুর পূর্ব বাড়ির ওবায়দুল হক টুটুল। আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রট ধ্রুব জ্যোতি পালের আদালতে ১৬৪ ধারায় হত্যাকান্ডের জবানবন্দী দেয় আসামী টুটুল। জবানবন্দী শেষ তাকে কারাগারে প্রেরণ করা হয়। আজ দুপুরে ময়নাতদন্ত শেষে নিহত তাহমিনাকে তার গ্রামের বাড়ি চৌদ্দগ্রামের গুনবতীর আকদিয়া গ্রামে দাফন করা হয়।