ফেনী সদর উপজেলার মাথিয়ারা (দীঘির পাড়) নিবাসী মো. সাহাব উদ্দিন (সাবধান মিঞা) আর নেই (ইন্না-লিল্লহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
এনআরবি গ্লোবাল ব্যাংকের ম্যানেজার রহুল আমিনের পিতা সাবধান মিঞা দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস ও কিডনিজনিত রোগে শয্যায়ায়ী থাকার পরে আজ সকালে নিজ বাসভবনে ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিলো ৭০ বছর।
মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন পুত্র ও দুই কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
মহিপালের বিখ্যাত ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের সাবেক মালিক সাবধান মিঞার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ফেনী জেলা কর আইনজীবী সমিতির সাবেক সভাপতি কাজি গোলাম মাইন উদ্দিন, ফেনী সাংবাদিক ফোরাম ঢাকা(এফএসএফডি)-এর সভাপতি তানভীর আলাদিন, ল'ইয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (খঅই)-এর সভাপতি কাজি ওয়ালী উদ্দিন ফয়সল। তারা মরহুম সাবধান মিঞার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।