পরশুরামের স্বেচ্ছাসেবী রক্তদাতা সংগঠন ফ্রেন্ডস ইউনিটি ব্লাড ডোনার ক্লাবের রক্তের গ্রুপ নির্ণয় ও থ্যালাসেমিয়া বিষয়ক সচেতনতা, ডায়াবেটিকস পরীক্ষা এবং ব্লাড প্রেশার নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।


আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকাল থেকে ফুলগাজী উপজেলার উত্তর আনন্দপুর হিলফুল ফুযুল এর উদ্যোগে এবং ফ্রেন্ডস ইউনিটি ব্লাড ডোনার ক্লাবের সহযোগিতায় উত্তর আনন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কার্যক্রম পরিচালনা করা হয়।


সংগঠনের সহ-সভাপতি মোজাম্মেল হক মুজাহিদ বলেন, সাধারন মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আমরা এ কার্যক্রম পরিচালনা করেছি। তিনি বলেন, ক্যাম্পেইনে রক্তের গ্রুপ নির্ণয়, থ্যালাসেমিয়া বিষয়ক সচেতনতা, বিনামূল্য ডায়াবেটিকস পরীক্ষা এবং ব্লাড প্রেশার নির্ণয় করা হয়। এতে ২৫০ জনের বিভিন্ন শারীরিক পরীক্ষা করা হয়।