ছাগলনাইয়ার ভ্রাম্যমান আদালতের অভিযানে ৪ ঔষধ দোকানের ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ সোমবার ( ২৪ ফেব্রুয়ারি) সকালে চাঁদগাজী বাজারে পরিচালিত অভিযানে ছাগলনাইয়ার সহকারি কমিশনার (ভূমি) নাহিদা আক্তার তানিয়া এ জরিমানা করেন।


তিনি জানান, বাজারে পরিচালিত অভিযানে মেয়াদোত্তীর্ণ, অনুমোদনহীন ঔষধ, সরকারী ঔষধ, ফুড সাপ্লিমেন্ট সংরক্ষণ, লাইসেন্স বিহীন ঔষধ ব্যবসা পরিচালনা, সঠিক তাপমাত্রায় ঔষধ সংরক্ষণ না করার অপরাধে মারুফ মেডিকেল হলকে ২ হাজার, জাহাঙ্গীর মেডিকেল হলকে ৫ হাজার, লাকী ফার্মেসীকে ৫ হাজার ও হাজী মেডিকেল হলকে ৮ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত।


এসময় জেলা ঔষধ তত্ত্বাবধায়ক সালমা সিদ্দিকাসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।