১৫ জানুয়ারি ২০২০ ।। শহর প্রতিনিধি ।।


ফেনীর নতুন সিভিল সার্জন ডাঃ মোঃ আবদুল মোমেন কর্মক্ষেত্রে যোগদান করেছেন। আজ বুধবার (১৫ জানুয়ারি) বিকালে বিদায়ী সিভিল সার্জন ডাঃ নিয়াতুজ্জামানের কাছ হতে তিনি দায়িত্বভার গ্রহণ করেছেন।


এর আগে গত ৮ জানুয়ারি রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপ-সচিব শারমিন আক্তার জাহান স্বাক্ষরিত এক পত্রে ডাঃ নিয়াতুজ্জমানকে কুমিল্লায় এবং ডাঃ আবদুল মোমেনকে ফেনীর সিভিল সার্জন হিসেবে বদলি করা হয়।

ফেনীর সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, এর আগে ডাঃ আবদুল মোমেন কুষ্টিয়ার স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক (ম্যাটস) পদে দায়িত্ব পালন করেন।

এসময় নতুন ও বিদায়ী সিভিল সার্জনকে ফুল দিয়ে বরণ এবং বিদায় প্রদান করে অফিসের কর্মকর্তা-কর্মচারীরা।

দায়িত্ব বুঝে নিয়ে সিভিল সার্জন ডাঃ আবদুল মোমেন ফেনীবাসীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন। এজন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।