ফেনীতে সুষ্ঠু ও মানসম্মত স্বাস্থ্য নিশ্চিতে দুই ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শন করেছেন জেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা। গতকাল মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে ফেনী শহরের শহিদ শহিদুল্লা কায়সার সড়কের কমপেক্ট ও ট্রাঙ্ক রোডের ফেনী ল্যাব পরিদর্শন করেন তারা। এসময় ডায়াগনস্টিক সেন্টারের বিভিন্ন ত্রুটি চিহ্নিত করে তা সংশোধনে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।
এ ব্যাপারে সিভিল সার্জন ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিম জানান, পরিদর্শনকালে ওই প্রতিষ্ঠানগুলোতে কিছু ত্রুটি পাওয়া গেছে। এসব সংশোধনে তাদের সময়সীমা বেঁধে চিঠি দেওয়া হয়েছে। এরমধ্যে সংশোধন করা না হলেও তাদের লাইনেন্স বাতিল করা হবে। তিনি আরও বলেন, কোয়ালিটি ম্যানেজমেন্টকে গুরুত্ব দিয়ে থাকে স্বাস্থ্যবিভাগ। এক্ষেত্রে ত্রুটি পরিলক্ষিত হলে প্রথমে সংশোধনের সুযোগ দেওয়া হয়।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, গতকাল অভিযানে অংশ নেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. আমির খসরু, সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আকলিমা খাতুন এবং এমটি ল্যাব মাইনউদ্দিন
গাইডলাইন অনুসারে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের যাবতীয় ডকুমেন্টস, ল্যাবের যন্ত্রপাতির মান ও কার্যকারিতা এবং ল্যাবের পরিবেশ বজায় আছে কিনা তা পরিদর্শন টিম সরেজমিনে যাচাই করে দেখেন।
সিভিল সার্জন জানান, ফেনীর জনগণের সুষ্ঠু ও মানসম্মত স্বাস্থ্য সেবা নিশ্চিতে জেলা স্বাস্থ্যবিভাগ সবসময় সচেষ্ট আছে।
