ফেনীতে ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী ৪ লাখ ২৫ হাজার শিশুকে টাইফয়েড টিকা দেওয়া হবে। সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) আওতায় এ ক্যাম্পেইন পরিচালনা করছে স্বাস্থ্য বিভাগ। গতকাল বুধবার (৮ অক্টোবর) সকালে সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে টাইফয়েড জ্বর প্রতিরোধে, টিকা নেব দলবেঁধে এ প্রতিপাদ্যে 'শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নের সচেতনতামূলক প্রচার কার্যক্রম' প্রকল্পের আওতায় সংবাদকর্মীদের টাইফয়েড টিকাদান বিষয়ক ওরিয়েন্টেশন সভায় এসব তথ্য জানায় জেলা স্বাস্থ্য বিভাগ।

ওরিয়েন্টেশন সভায় অনলাইনে প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক ফায়জুল হক। সভায় সভাপতিত্ব করেন ফেনীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিম, সঞ্চালনা করেন জেলা তথ্য কর্মকর্তা এস. এম. আল আমিন। এতে ফেনীতে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা অংশ নেন।

ওরিয়েন্টেশনে জানানো হয়-'এক ডোজ টিসিডি টিকা দিন, আপনার সন্তানকে টাইফয়েড ঝুঁকি থেকে মুক্তি দিন'-এই স্লোগান নিয়ে ফেনীর সব উপজেলা, স্কুল ও কমিউনিটি পর্যায়ে টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। জেলার প্রতিটি স্কুলে স্থায়ী কেন্দ্র ও গ্রামপর্যায়ে অস্থায়ী কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। ৯ মাস থেকে ১৫ বছরের নিচে বয়সী সব শিশু, প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণির শিক্ষার্থী এবং তাদের সমমানের মাদরাসার ছাত্রছাত্রীরা টিকার আওতায় আসবে। যাদের বয়স সামান্য বেশি, তারাও রেজিস্ট্রেশন করে টিকা নিতে পারবে। এসময় রেজিস্ট্রেশন প্রক্রিয়া, প্রশ্নোত্তর পর্ব, টিকা সংক্রান্ত গুজব মোকাবিলার কৌশল এবং গণমাধ্যমের করণীয় সম্পর্কে জানানো হয়।

স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, স্কুল ছাত্রছাত্রীদের পাশাপাশি বেদে পল্লী, ছিন্নমূল ও ভবঘুরে শিশুরাও এ টিকার আওতায় আসবে। তাদের জন্য বিশেষ ক্যাম্প স্থাপন করা হচ্ছে।

সিভিল সার্জন ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিম বলেন, প্রতিষ্ঠানভিত্তিক ক্যাম্পেইন চলছে। পাশাপাশি যারা স্কুলে যাচ্ছে না, তাদেরকেও কমিউনিটির মাধ্যমে রেজিস্ট্রেশনের আওতায় আনা হচ্ছে। গতকাল সন্ধ্যা পর্যন্ত ৭২ ভাগ রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে, যা তিন লাখ আট হাজার শিশুরও বেশি। দেশের মধ্যে রেজিস্ট্রেশনের দিক থেকে ফেনী এখন দ্বিতীয় অবস্থানে রয়েছে। এ ক্যাম্পেইন চলবে আগামী ১৩ নভেম্বর পর্যন্ত। ক্যাম্পেইন যতদিন থাকবে, রেজিস্ট্রেশনও চলবে। জন্মনিবন্ধন না থাকলেও টিকা দেওয়া হবে, তবে রেজিস্ট্রেশন করলে ভবিষ্যতে শিশুর জন্য সুবিধা হবে।