‘‘হৃদয়ের যত্ন হোক সর্বজনীন’’ এ শ্লোগানে ফেনীতে বিশ্ব হার্ট দিবস উদযাপন করা হয়েছে। আজ রোববার (২৮ সেপ্টেম্বর) ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ ইনস্টিটিউট ফেনী শাখার উদ্যোগে ফ্রি হার্ট ক্যাম্পের আয়োজন করা হয়। এতে এডহক কমিটির কোষাধ্যক্ষ পার্থ পাল চৌধুরী, সদস্য মোহাম্মদ নাসির উদ্দীন তসলিম, জয়নাল আবেদীন, প্রতিষ্ঠাতা সদস্য ডাঃ গোলাম সরোয়ার বাহার, সিনিয়র কনসালটেন্ট ডাঃ শাহনেওয়াজ সিরাজ মামুন, ডাঃ মোহাম্মদ আয়ুব ও হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।