২৫০ শয্যা বিশিষ্ট ফেনী জেনারেল হাসপাতালে স্থাপিত লিক্যুইড অক্সিজেন প্ল্যান্ট পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে। আগামীকাল মঙ্গলবার (৩ আগস্ট) পর্যন্ত এ পরীক্ষা চলবে। সব ঠিক থাকলে কয়েকদিনের মধ্যে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। এসব তথ্য জানিয়েছেন হাসপাতাল আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা (আরএমও) ডা. রিপন নাথ।
আরএমও জানান, করোনা রোগীর চিকিৎসায় নিরবিচ্ছিন্ন অক্সিজেন সরবরাহের বিকল্প নেই। লিক্যুইড অক্সিজেন ট্যাংকটি চালু হয়ে গেলে রোগী হাই ফ্লো অক্সিজেন সেবা পেতে আর প্রতিবন্ধকতা নেই।
একই সূত্র জানায়, ইউনিসেফের অর্থায়নে গতমাসে প্রকল্পটি বাস্তবায়ন সম্পন্ন করে স্পেকট্রা বাংলাদেশ লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান।