করোনা ভাইরাস উপসর্গ নিয়ে গত ৪৮ ঘন্টায় ফেনী জেনারেল হাসপাতালে ১২ জনের মৃত্যু হয়েছে। হাসপাতাল সূত্রে জানা যায়, আজ শনিবার (১০ জুলাই) । আজ মৃত চারজনের মধ্যে একজন কোভিড-১৯ পজিটিভ ছিলেন। এদের মধ্যে তিনজনই নারী। তাদের বয়স ৫৫ থেকে ৭০ বছরের মধ্যে।
এর আগে গতকাল শুক্রবার হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ৮ জনের মৃত্যু হয়, যাদের একজন ছিলেন পজিটিভ। গতকাল এ তথ্য জানিয়েছিলেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: আবুল খায়ের মিয়াজী।
আরএমও আরও জানান, ফেনী জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে এ যাবত পর্যন্ত সর্বোচ্চ রোগী ভর্তি রয়েছেন। গত ২৪ ঘন্টায় মোট ১২৬ জন রোগী রয়েছেন, যাদের মধ্যে ৮৩ জনকে শ্বাসকষ্টজনিত অক্সিজেন সাপোর্ট দিতে হচ্ছে। এর মধ্যে ৩৮ জন করোনা পজিটিভ রোগী।