আজ বৃহস্পতিবার (৮ এপ্রিল) থেকে সারাদেশের ন্যায় ফেনীতেও করোনা টিকার দ্বিতীয় ডোজ প্রয়োগ শুরু হয়েছে। আজ ফেনী জেনারেল হাসপাতালের করোনা টিকা প্রদান বুথে এ কার্যক্রম শুরু হয়েছে।
এসময় জেলা প্রশাসক মো: ওয়াহিদুজজামান, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা: এস এস আর মাসুদ রানা, ফেনী জেনারেল হাসপাতালে তত্ত্বাবধায়ক ডা: আবুল খায়ের মিয়াজীসহ জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা- কর্মচারীরা উপস্থিত ছিলেন।
কার্যক্রম শুরুর প্রথম দিনে ১ হাজার ২০০ জনকে নির্দিষ্ট করা হলেও দুপুর পর্যন্ত ৭শ দ্বিতীয় ডোজ নিয়েছেন বলে স্বাস্থ্য বিভাগ জানিয়েছে।
সিভিল সার্জন ডা: এসএস আর মাসুদ রানা জানান, আমাদের হাতে পর্যাপ্ত টিকা রয়েছে। এ নিয়ে ভীত হবার কারণ নেই। দ্বিতীয় ডোজের জন্য মোবাইলে মেসেজের মাধ্যমে নির্দিষ্ট তারিখ জানিয়ে দেয়া হবে। এর বাইরে কেন্দ্রে এসে ভিড় না করার জন্য আহ্বান জানান তিনি। কেন্দ্র পরিবর্তন করে টিকা নেয়া যাবে না। একই সাথে প্রথম ডোজেরও টিকা প্রদান কার্যক্রমও চলমান রয়েছে।
সিভিল সার্জন বলেন, এতে স্বাস্থ্যবিধি বজায় থাকবে। এজন্য প্রতিষেধক গ্রহণকারীসহ সকলের সহযোগিতা কামনা করেছেন তিনি।
সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য কর্মকর্তা ডা: তাহসিন নুর অমি জানান, গড়ে প্রতিদিন ১ হাজার জনকে টিকা দেবার পদক্ষেপ নেয়া হয়েছে।
গত ৭ ফেব্রুয়ারি থেকে করোনা টিকার প্রথম ডোজ প্রয়োগ শুরু করা হয়।