২৫০ শয্যা বিশিষ্ট ফেনী জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রোগীর সংখ্যা বাড়ছে। আজ সোমবার (৫ এপ্রিল) বিকাল পর্যন্ত ৪৮জন রোগী আইসোলেশন ওয়ার্ডে ভর্তি রয়েছেন। এরমধ্যে হাই ফ্লো অক্সিজেন দেয়া হচ্ছে ৮ জনকে। এসব তথ্য জানান হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইকবাল হোসেন ভূঁইয়া। তিনি জানান, রবিবার আইসোলেশন ওয়ার্ডে ভর্তি ছিলেন ৩৬ জন।
আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা জানান, করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে আক্রান্তের হার বাড়ছে। পরিস্থিতি বিবেচনায় ফেনী জেনারেল হাসপাতালে ৩০ শয্যার আইসোলেশন ওয়ার্ড হলেও ১৫০ শয্যা পর্যন্ত প্রস্তুতি নেয়া হচ্ছে।
উল্লেখ্য, গতবছর সরকারি ও বেসরকারি অর্থায়নে জেলার সবগুলো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কেন্দ্রীয় অক্সিজেন ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যানুযায়ী, গতকাল রবিবার পর্যন্ত ফেনীতে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হজার ৭৪০ জনে। আর মোট সুস্থ হলেন ২ হাজার ২৩৪ জন, মারা গেছেন ৪৭ জন।