করোনা প্রতিষেধক প্রয়োগের গত ১৩ দিনে ফেনীতে ২৮ হাজার ৭৩১ জন ব্যক্তি টিকা নিয়েছেন। এর মধ্যে ১৮ হাজার ৬৪৯ জন পুরুষ ও ১০ হাজার ৮২ জন নারী রয়েছে। গতকাল সোমবার (২২ ফেব্রুয়ারি) সন্ধায় সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন দৈনিক ফেনীকে এসব তথ্য জানান।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, গতকাল (২২ ফেব্রুয়ারি) ফেনী সদরে ১ হাজার ৩১৯ জন, দাগনভূঞায় ৫০৫ জন, ফুলগাজীতে ১৩০ জন, পরশুরামে ১২৩ জন, ছাগলনাইয়ায় ২৮৯ জন ও সোনাগাজীতে ৪০০ জন টিকা নিয়েছেন। যার মধ্যে ১ হাজার ৬৩৭ জন পুরুষ ও ১ হাজার ১২৯ জন নারী ছিলে।