করোনা ভাইরাসের টিকাদান পরিকল্পনায় আবারও পরিবর্তন এনেছে স্বাস্থ্য বিভাগ। প্রথম ডোজ দেয়ার ৮ সপ্তাহ পর দ্বিতীয় ডোজ দেয়া হবে বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন।
সিভিল সার্জন বলেন, প্রথম ডোজের চার সপ্তাহ পর ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ দেওয়ার কথা বলা হয়েছিল। তবে দেশে আরও টিকা আসা নিশ্চিত হবার পর স্বাস্থ্য মন্ত্রনালয় টিকা প্রয়োগ পরিকল্পনায় পরিবর্তন এনেছে। যার প্রেক্ষিতে চার সপ্তাহ নয়, আট সপ্তাহ পর তাদের দ্বিতীয় ডোজ দেয়া হবে।
এখন পর্যন্ত যারা ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন, তাদের দ্বিতীয় ডোজের জন্য চার সপ্তাহের ব্যবধানে তারিখ দেয়া হয়েছে। এ বিষয়ে তিনি বলেন, যাদের চার সপ্তাহ পরের তারিখ দেয়া হয়েছে, তাদের এসএমএসের মাধ্যমে নতুন তারিখ জানিয়ে দেয়া হবে।