ফেনীতে এইডস রোগী শনাক্তের কোন তথ্য নেই। তবে কিছুদিন পর একটি জরিপ করা হবে। এরপর জানা যাবে ফেনীতে কোন এইডস রোগী আছে কি নেই। আজ মঙ্গলবার (১ ডিসেম্বর) বিশ্ব এইডস দিবসে দৈনিক ফেনীর প্রতিবেদকের সাথে আলাপকালে এ তথ্য জানান সিভিল সার্জন ডাঃ মীর মোবারক হোসাইন।
সিভিল সার্জন বলেন, বাংলাদেশে ১৪ হাজার এইডস রোগী শনাক্ত হয়েছে যা মোট জনসংখ্যার শতকরা দশমিক ১ শতাংশ। এইডস সম্পর্কে সবাইকে সচেতন থাকার আহবান জানিয়ে সিভিল সার্জন বলেন, অনিরাপদ যৌন মিলনের মাধ্যমে এ রোগটি ছড়ায়। এছাড়াও মাদকদ্রব্য সেবনকারীরা একই সিরিজ ব্যবহারের মাধ্যমে ছড়াতে পারে।
এর আগে সকাল ১১টায় সিভিল সার্জন কার্যালয়ের সামনে ‘সারা বিশ্বের ঐক্য, এইডস প্রতিরোধে নিব দায়িত্ব’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বিশ্ব এইডস দিবস উপলক্ষে সিভিল সার্জন কার্যালয়ের সামনে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজজামান।
এসময় জেলা প্রশাসক এইডস প্রতিরোধে সচেতন থাকতে সকলকে আহবান জানান জেলা প্রশাসক। এছাড়াও করোনা মহামারীর মধ্যে এইডস দিবস আয়োজন করায় সিভিল সার্জনকে ধন্যবাদ জানান তিনি।
সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শরফুদ্দিন মাহমুদ এর সঞ্চালনায় সভায় সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তা কর্মচারী ও জেলা স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা উপস্থিত ছিলেন।