ফেনী-২ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারীর সাথে শুভেচ্ছা বিনিময় করেছে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ ইনস্টিটিউটের নব-নির্বাচিত কমিটির সদস্যরা।
আজ রবিবার (২৯ নভেম্বর) সকালে শহরে মাষ্টারপাড়ায় শুভেচ্ছা বিনিময়কালে তাদের অভিনন্দন জানান সাংসদ নিজাম উদ্দিন হাজারী। এসময় ফাউন্ডেশনের সেবার মান বৃদ্ধি ও গতিশীলতা আনায়নে সম্মিলিতভাবে ভূমিকার রাখার আহ্বান জানান।
এসময় নব-নির্বাচিত সভাপতি আবদুস সাত্তার, সহ সভাপতি আবদুর রহমান বি কম, এ এস এম নুর উদ্দিন বাবুল, সাধারণ সম্পাদক বাহার উদ্দিন বাহার, যুগ্ম সাধারণ সম্পাদক খুরশিদ আলম বাবুল, যুগ্ম সাধারন সম্পাদক চৌধুরী আহমেদ রিয়াদ আজীজ রাজীব, জনসংযোগ সম্পাদক তোফাজ্জল হোসেন ছুট্টু, কোষাধক্ষ্য এম এস হাসান জুয়েল, যুগ্ম কোষাধক্ষ্য পদে মোঃ ফরিদ আহাম্মদ ভূঞা প্রমুখ উপস্থিত ছিলেন।