ফেনী ডায়াবেটিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি হয়েছেন বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব। সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল মোতালেব ফেডাসের চলতি কার্যকরী কমিটিতে সহ-সভাপতির দায়িত্ব পালন করছিলেন।
ফেডাস সহ-সভাপতি ও ফেনীর প্রবীণ সাংবাদিক ওছমান হারুন মাহমুদ জানান, বুধবার (১২ আগস্ট) রাতে কার্যনির্বাহী কমিটির সভায় সর্বসম্মতিক্রমে ভারপ্রাপ্ত সভাপতির সিদ্ধান্ত গৃহিত হয়। তিনি জানান, গঠণতন্ত্র মতে সিনিয়র সহ-সভাপতিকে সভাপতির দায়িত্ব দেয়ার বিধান রয়েছে।
উল্লেখ্য, ফেডাস সভাপতি এডভোকেট আক্রামুজ্জমানের মৃত্যুতে পদটি শূণ্য হয়ে যায়। গত ২৮ জুন করোনাভাইরাস আক্রান্ত ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।