ফেনী জেনারেল হাসপাতালে জ্বর, শ্বাসকষ্ট নিয়ে ৫৭ বছর বয়সী একজন পুরুষের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (১২ জুন) দুপুর ১২ টার দিকে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ ইকবাল হোসেন ভূঞা।
তিনি জানান, ওই মৃত ব্যক্তি ফুলগাজীর দরবারপুর ইউনিয়নের বাসিন্দা। বৃহস্পতিবার (১১ জুন) রাত ১১টার দিকে জ্বর-সর্দি কাশি উপসর্গ নিয়ে হাসপাতালে এলে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। শুক্রবার দুপুর ১২টার দিকে তিনি মারা যান। মৃত্যুর পর কোভিড-১৯ পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়েছে। স্বাস্থ্য বিভাগের পক্ষ হতে তাদের বিশেষ ব্যবস্থায় দাফন করার জন্য বলা হয়েছে।