ফেনী সিভিল সার্জন অফিসের গোপন তথ্য ফাঁসের অভিযোগে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
আজ মঙ্গলবার (৯ জুন) সিভিল সার্জন অফিসের একটি দাপ্তরিক চিঠি ফাঁস হয়ে ফেইসবুকে ভাইরাল হওয়ায় তদন্তের কথা জানান সিভিল সার্জন অফিসের স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শরফুদ্দিন মাহমুদ।
সিভিল সার্জন ডাঃ সাজ্জাদ হোসেন স্বাক্ষরিত ফাঁস হওয়া সে পত্রে ফেনীর কিছু এলাকাকে লকডাউন ঘোষণা করতে চিহ্নিত করা হয়েছে বলে জানানো হয়।
গোপনীয় পত্র সিভিল সার্জন কার্যালয় হতে কিভাবে ফাঁস হল, তা উদঘাটন করতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানান ডাঃ শরফুদ্দিন মাহমুদ।
স্বাস্থ্য বিভাগের একটি সূত্র জানায়, কে বা কারা এর পিছনে জড়িত আছে তা গুরুত্বের সাথে বিবেচনা করা হচ্ছে। এতে স্বাস্থ্য বিভাগের যেকোনো তথ্য ফাঁসের একটা আশংকা তৈরী হয়েছে।
উল্লেখ্য, গণমাধ্যমে করোনাভাইরাস সম্পর্কিত তথ্য প্রদানে স্বাস্থ্য বিভাগের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির অজান্তে কিছু কিছু তথ্য ফাঁসের সত্যতা ইতোমধ্যে দেখা গেছে। এতে করে গণমাধ্যমকর্মীদের মধ্যেও তথ্য পাওয়া না পাওয়া নিয়ে বিরুপ প্রতিক্রিয়া রয়েছে।