ফেনীতে করোনা আক্রান্ত রোগীদের স্বাস্থ্য নিরাপত্তা বিষয়ে একটি জরুরী বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (৯ জুন) দুপুরে ফেনী জেলা প্রশাসকের কার্যালয়ে বৈঠকে উপস্থিত হন ফেনী ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম ও ফেনী-২ আসনের এমপি নিজাম উদ্দিন হাজারী। সভায় করোনায় অতি সংকটাপন্ন রোগীর চিকিৎসায় হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা দেয়ার কথা জানান আলাউদ্দিন নাসিম।
জেলার করোনা পরিস্থিতি ও করণীয় প্রসঙ্গে আলোচনায় জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজজামানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন পুলিশ সুপার খোন্দকার নূরুন্নবী, সিভিল সার্জন ডাঃ সাজ্জাদ হোসেন, ফেনী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ আবুল খায়ের মিয়াজী, ফেনী পৌরসভার মেয়র হাজী আলাউদ্দিন, উপজেলা নির্বাহী নাসরিন সুলতানা, পরশুরাম উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার, ছাগলনাইয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার ইকবাল হোসেন ভূঁইয়া প্রমুখ।
সিভিল সার্জন জানান, হাসপাতালে হাই ফ্লো অক্সিজেন ব্যবস্থার পাশাপাশি হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা সুবিধা সংকটাপন্ন করোনা রোগীর জীবন বাঁচাতে অতি প্রবাহ অক্সিজেন নিশ্চিত করবে।
তিনি জানান, ফেনী জেনারেল হাসপাতালে অক্সিজেন সংরক্ষণে ট্যাংক নেই। সরকারিভাবে বরাদ্দের তালিকাতে ফেনী নেই। বৈঠক থেকে স্বাস্থ্য সচিবের সাথে ফোনে কথা বলে তা ব্যবস্থা করার উদ্যোগ নেয়া হয়েছে। এ বিষয়ে তাৎক্ষণিকভাব গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীর সাথে প্রয়োজনীয় আলোচনা সম্পন্ন করা হয়েছে।
সিভিল সার্জন জানান, আজ পর্যন্ত ৭৭৮টি নমুনার ফল ঝুলে আছে। আরও বেশী নমুনা পরীক্ষার সুবিধা পেতে নোয়াখালী আবদুল মালেক উকিল মেডিকেল কলেজ পিসিআর ল্যাবের সক্ষমতা বাড়ানোর বিষয়ে আলাউদ্দিন নাসিম উদ্যোগ গ্রহণের আশ্বাস দিয়েছেন।
সিভিল সার্জন জানান, বর্তমানে নোয়াখালীতে ১৮৮টি নমুনা পরীক্ষার সক্ষমতা রয়েছে।
সভায় ফেনীর অতি সংক্রমিত এলাকাগুলো নিয়ে আলোচনা হয় বলে জানান সিভিল সার্জন।
উল্লেখ্য, ফেনী জেনারেল হাসপাতালে আইসিইউ ও সিসিইউতে ৪০ বেডে হাই ফ্লো অক্সিজেন নিশ্চিতে পূর্বের ১০টি মেনিফোল্ড সিলিন্ডারের সাথে আরও ১০টি সিলিন্ডার ও ৪০টি অক্সিজেন ফ্লো মিটার দেন আলাউদ্দিন নাসিম। এছাড়াও ১০টি বেড সাইড সিলিন্ডার দেন ছাগলনাইয়া, পরশুরাম ও ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।
এর আগে ফেনী ডায়াবেটিস হাসপাতালে ভেন্টিলেটরসহ দুই শয্যার আইসিইউ ইউনিট স্থাপন করে দেন আলাউদ্দিন নাসিম।
এছাড়াও গত ১৭ মে ফেনী জেনারেল হাসপাতালে আইসিইউ উদ্বোধন করেন নিজাম হাজারী এমপি।