জ্বর সাথে কাশি এবং গলাব্যাথা, পেট ব্যাথা হচ্ছে- পরীক্ষা করাতে পারছেন না। কি করবেন চিন্তিত? সে বিষয়ে পরামর্শ দিয়েছেন বিএমএ ফেনীর সভাপতি ডাঃ সাহেদুল ইসলাম কাওসার। উপরোক্ত লক্ষণ দেখা দিলে দেরি না করে নিম্নলিখিত ঔষধ সেবন করুনঃ
1.Tab: Scabo-6 or Ivera
২ টা একসাথে ১বার (ওজন ৬০ কেজির নীচে হলে)
৩টা একসাথে ১ বার (৬০ কেজির উপরে হলে)2. Tab: Reconil 200mg
২টা সকালে ২টা রাতে (১ দিন)বয়স ৫০ এর বেশী হলে
Tab: Ribavan/ Rivarox(10mg)
১টি করে ১বার (১৫দিন)জ্বর থাকলে
Tab: Napa
1+1+1 (ভরাপেটে)Tab: Fenadin 120mg
0+0+1Cap: Doxicap 100mg
1+0+1- ৫-৭দিন
RT-PCR Test করার চেষ্টা করুন।
খেয়াল রাখুন শ্বাসকষ্ট হচ্ছে কিনা!
সবচেয়ে ভালো হয় ঘরে Pulse Oxymeter রাখতে পারলে। অল্প দাম তবে বর্তমানে একটু বাড়াতে ২০০০- ৪০০০ টাকার মধ্যে পাবেন। ব্যবহার খুব সোজা। সাধারণত অক্সিজেনের মাত্রা ৯৫% এর উপরে থাকে। যদি এটা ৯৩% বা এর নীচে হয় তখন দ্রুত হাস্পাতালে ভর্তির ব্যাবস্থা করতে হবে। তবে আশার কথা যে বেশীর ভাগ রুগীই মৃদু উপসর্গ নিয়ে বাসায় থেকেই সুস্থ হয়ে যান।
অধ্যাপক ডাঃ সাহেদুল ইসলাম কাওসার
রেস্পিরেটরী মেডিসিন বিভাগ, ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ
সভাপতি, বিএমএ, ফেনী জেলা।