চট্টগ্রাম করোনাভাইরাস প্রাদুর্ভাব শুরুর আগে থেকেই শক্ত হাতে দৃঢ় মনোবল নিয়ে বিচক্ষণতার সাথে সামলে নিচ্ছিলেন পরিস্থিতি। দিচ্ছিলেন চট্টগ্রামসহ ১১টি জেলার ‘করোনা’ যুদ্ধের নেতৃত্ব। কিন্তু বিধিবাম! ঈদের আগেই জ্বর ও সর্দি-কাশিতে আক্রান্ত হলেন চট্টগ্রামের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবীর। করোনা উপসর্গ নিজ বাসায় হোম আইসোলেশনে আছেন তিনি।
এ পরিস্থিতিতে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. মোস্তফা খালেদ আহমদকে চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দায়িত্ব দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
মঙ্গলবার (২৬ মে) মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব (পার-২) শারমিন আক্তার জাহান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
এ বিষয়ে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ হাসান শাহরিয়ার কবীর বলেন, ঈদের একদিন আগে থেকে আইসোলেশনে আছি। জ্বর, কাশি থাকায় করোনা টেস্ট করিয়েছি। তবে রেজাল্ট এখনও আসেনি। অসুস্থতার বিষয়টি গতকাল মন্ত্রণালয়ে জানিয়েছিলাম। আজকে আদেশ এসেছে।
চট্টগ্রাম বিভাগের স্বাস্থ্য পরিচালক হিসেবে গত বছরের মার্চ মাস মাসে যোগদান করেন তিনি। এর আগে ফেনী জেলার সিভিল সার্জন হিসেবে দায়িত্বপালন করেছিলেন।
স্বাস্থ্য ক্যাডারে ৯তম বিসিএসএ উত্তীর্ন হন তিনি। চট্টগ্রাম মেডিকেল কলেজের ২৪তম ব্যাচে এমবিবিএস সম্পন্ন করেন। ১৯৯১ সালে চট্টগ্রামের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদান করেন। তিনি ২০১৬ সালের ২৭ মার্চ ফেনীর সিভিল সার্জন হিসাবে যোগদান করেন। তিনি ডায়াবেটিকস এর উপর উচ্চতর ডিগ্রী অর্জন করেন। ইতিপূর্বে চট্টগ্রাম বন্দরে সহকারী পরিচালক (স্বাস্থ্য) পদেও কর্মরত ছিলেন।
ফেনীতে দায়িত্বপালনকালে ২৫০ শয্যা বিশিষ্ট ফেনী আধুনিক সদর হাসপাতালে ব্যাপক অবকাঠামো উন্নয়নসহ হাসপাতালের সার্বিক গুনগত পরির্বতন আনেন।
সূত্রঃ একুশে পত্রিকা