ফেনীতে কোভিড-১৯ শনাক্তকৃত ৬৫জনের মধ্যে ১১জন সুস্থ হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য বিভাগ। এর মধ্যে দুজন চিকিৎসকও রয়েছেন।


মঙ্গলবার (১৯ মে) রাতে জেলা সিভিল সার্জন কার্যালয়ের করোনা নিয়ন্ত্রণ কক্ষের সমন্বয়ক ডাঃ শরফুদ্দিন মাহমুদ জানান, এদিন চট্টগ্রামের বিআইটআইডি ও নোয়াখালীর আবদুল মালেক উকিল মেডিকেল কলেজ ল্যাব হতে ২১টি নমুনার প্রতিবেদন পাওয়া গেছে। যার সবগুলো নেগেটিভ। আর একজন সুস্থ হয়েছেন।


তিনি বলেন, মঙ্গলবার পর্যন্ত ফেনীতে মোট সংগৃহীত ১০৭৫টি নমুনার মধ্যে ৯৮৫টি নমুনার ফলাফল পাওয়া গেছে। আরও ৯০টির ফলাফল বাকি আছে।


জেলা স্বাস্থ্য বিভাগ প্রদত্ত সর্বশেষ তথ্যানুযায়ী, ফেনীতে এ পর্যন্ত কোভিড-১৯ আক্রান্ত ব্যক্তির সংখ্যা ৬৫ জন। আর মৃত্যু হয়েছে ২ জনের।

গতকাল পর্যন্ত ফেনী সদরে সর্বোচ্চ ২২ জন, ছাগলনাইয়ায় ১৩জন, দাগনভূঞায় ১০ জন, সোনাগাজীতে ৭জন, পরশুরামে ৬জন, ফুলগাজীতে ৪জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। মোট শনাক্তকৃতদের মধ্যে ৩ জন রয়েছেন জেলার বাইরের বাসিন্দা। শনাক্তকৃতদের মধ্যে নারী, পুরুষ, শিশু, চিকিৎসক, স্বাস্থ্যকর্মীও রয়েছেন


গত শনিবার একদিনে ফেনীতে সর্বোচ্চ ৩১জন শনাক্ত করা হয়েছিল।


এর আগে গত ১৬ এপ্রিল ছাগলনাইয়া উপজেলা প্রথম কোভিড-১৯ রোগী শনাক্ত করা হয়।