চট্টগ্রামের ফৌজদারহাটের বাংলাদেশ ইন্সটিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজে (বিআইটিআইডি) আরও ১২ করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। চট্টগ্রামে এ পর্যন্ত ৩০ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ২৭ জন চট্টগ্রাম জেলায়।

মঙ্গলবার রাতে ফৌজদারহাটের বিআইটিআইডিতে নমুনা পরীক্ষা শেষে এই তথ্য জানিয়ে চট্টগ্রাম সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, ১১৮ টি নমুনা পরীক্ষা করে ১২ জনের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার বিষয়ে নিশ্চিত হয়েছে বিআইটিআইডি। এর মধ্যে ১১ জন চট্টগ্রামের, বাকি একজন নোয়াখালীর বাসিন্দা।


বিআইটিআইডিতে এ নিয়ে ৯০৫ জনের নমুনা পরীক্ষায় ৩০ জনের দেহে করোনা সংক্রমণের অস্তিত্ব মিলেছে। নতুন শনাক্ত হওয়া এই ১১ জনসহ চট্টগ্রামে করোনা পজেটিভ রোগীর সংখ্যা গিয়ে দাঁড়ালো ২৭ জনে। এর মধ্যে নগরে করোনা পজেটিভ শনাক্ত হয়েছেন ১৫জন। বাকি ১২ জনের ৮ জন সাতকানিয়া, ২ জন সীতাকুণ্ড, ১ জন বোয়ালখালীর ও একজন পটিয়ার। এর বাইরে লক্ষ্মীপুর জেলার ২ ও নোয়াখালীর ১ জনও শনাক্ত হয়েছেন বিআইটিআইডির ল্যাব টেস্টে।

সূত্রঃ সিটিজি টাইমস