নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ নিরূপণে ফেনীতে গত ৮দিনে ২৯ জনের নমুনা সংগ্রহ করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। সংগৃহীত নমুনার মধ্যে ৯জনের পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। বাকীদের পরীক্ষার ফল এখনো পাওয়া যায়নি বলে জেলা স্বাস্থ্য বিভাগ প্রদত্ত হালনাগাদ তথ্যানুযায়ী এসব জানা গেছে।
সিভিল সার্জন ডাঃ সাজ্জাদ হোসেন জানান, গত ২৪ ঘন্টায় ফেনীতে আরও ৫ ব্যক্তির নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য চট্টগ্রামের সীতাকুণ্ডে ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশন ডিজিজ (বিআইটিআইডি) সেন্টারে পাঠানো হয়েছে। পরীক্ষার রিপোর্ট হাতে পেলে বিস্তারিত জানা যাবে। আর রিপোর্ট পজিটিভ এলে পরিবারের অন্যদেরও নমুনা সংগ্রহ করা হবে। আপাতত তাদের পরিবারের সদস্যদের কোয়ারেন্টিনে রাখা হয়েছে।
তিনি জানান, গত ৫ এপ্রিল সংগৃহীত ১৫ ব্যক্তির নমুনার ফলাফল আজ আমাদের হাতে আসবে।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, গত ২৪ ঘন্টায় নতুন করে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে ২ জনকে এবং শেষ হয়েছে ২৪ জনের। এ পর্যন্ত মোট ১১৫৮জনকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে এবং শেষ হয়েছে ১০৩১ জনের। কোয়ারেন্টিন শেষ করা ব্যক্তিরা সুস্থ আছেন।
এর আগে গত ১ এপ্রিল সদর উপজেলায় শ্বাসকষ্টে মৃত যুবকের নমুনা সংগ্রহের মধ্য দিয়ে শুরু হয় এ কার্যক্রম।