করোনাভাইরাস সংক্রমণরোধে চলমান পরিস্থিতিতে কর্মহীন মানুষের জন্য একদিনের বেতন দান করলেন ফেনী ডায়াবটিস হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা। আজ সোমবার (৬ এপ্রিল) দুপুরে ফেনী জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজজামান এর হাতে ১ লক্ষ ৬৮ হাজার টাকা ৫শ ৪৪ টাকার চেক তুলে দেন ফেনী ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক ও ফেনী সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল।
শুসেন চন্দ্র শীল জানান, ফেনী ডায়াবেটিস হাসপাতালে ৩শ ২৪জন কর্মকর্তা-কর্মচারী রয়েছেন। মাস্টার রোলে কর্মরত ব্যতিত ২শ ৩৯জনের একদিনের বেতন দুঃস্থ মানুষের ত্রাণ সহায়তার জন্য দান করা হয়েছে।
বেসরকারি দাতব্য প্রতিষ্ঠানের এমন সিদ্ধান্তে জেলা প্রশাসক বলেন, কোভিড-১৯ সারা বিশ্বের একটি মহামারী রোগ। সাংঘাতিক এ ছোঁয়াচে রোগ বিস্তাররোধে গৃহিত পদক্ষেপের বিকল্প নেই। এ অবস্থায় মানবতার জন্য সবাইকে এগিযে আসতে হবে। এটি শুধু সরকারের কাজ নয়, প্রত্যেক ব্যক্তি প্রতিষ্ঠান সরকারের পাশে এসে দাঁড়াতে হবে তবেই সমাজ উপকৃত হবে। প্রত্যেক এলাকায় সরকারি সহায়তার পাশাপাশি বেসরকারি সহায়তা যুক্ত হলে দেশ এগিযে যাবে। চলমান পরিস্থিতিতে আমাদের যে ক্ষতি সাধন হচ্ছে তা সবাই মিলে উত্তরণ ঘটাতে হবে।
তিনি বলেন, ফেনী ডায়াবেটিস হাসপাতাল মানবতায় এগিয়ে এসে দায়িত্ব পালন করেছে। সবাই যদি সহযোগিতাকে দায়িত্ব হিসেবে গ্রহণ করি তবে উদাহরণ তৈরী করতে পারবো- আমরা একে অপরের জন্য, মানুষ মানুষের জন্য।
ফেনী ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক বলেন, এ দুর্যোগের মুহূর্তে সবার এগিয়ে আসা উচিত। আমাদের সকল কর্মকর্তা-কর্মচারী সিদ্ধান্ত নিয়েছে কর্মহীন মানুষের জন্য একদিনের বেতন দান করার। তারই প্রেক্ষিতে আমাদের একদিনের বেতনের টাকার চেক জেলা প্রশাসকের কাছে পৌঁছে দিই।
চেক হস্তান্তরের সময় আরও উপস্থিত ছিলেন ফেনী ডায়াবেটিক সমিতির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব, হাসপাতালের পরিচালক (ভারপ্রাপ্ত) ডাঃ মোঃ মোয়াজ্জেম হোসেন, হিসাবরক্ষণ কর্মকর্তা মুশফিকুর রহমান।
ছবিঃ জিয়া উদ্দিন বাবলু