ফেনীতে করোনাভাইরাস সংক্রমণ নিরূপণে একজনের নমুনা সংগ্রহ করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। সন্দেহভাজন রোগী শহরের মাষ্টার পাড়া এলাকার বাসিন্দা। ঐ রোগী জ্বর, সর্দি, কাশি উপসর্গে ভুগছেন বলে স্বাস্থ্য বিভাগ জানায়।
ফেনী জেনারেল হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ ইকবাল হোসেন ভূঁইয়া জানান, বৃহস্পতিবার বিকালে আইইডিসিআরের নির্দেশনায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর এমটি ল্যাবরেটরির প্রশিক্ষিত টেকনিশিয়ান সত্যজিত নমুনা সংগ্রহ করে। তিনি জানান, পরীক্ষার জন্য নমুনা চট্টগ্রামে বাংলাদেশ ইনিস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশন ডিজিজ ( বিআইটিআইডি) এ পাঠানো হয়েছে।
জেলা সিভিল সার্জন সাজ্জাদ হোসেন জানান, গত দুদিন ধরে ঐ রোগী জ্বর, সর্দি, কাশিতে ভুগছেন বলে জানতে পেরেছি। তিনি জানান, রিপোর্ট পেতে ৪৮ ঘন্টা সময় লাগবে। এরপর রোগীর অসুখের ধরণ জানা যাবে।
তিনি জানান, বর্তমানে অসুস্থ ব্যক্তিকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। পাশাপাশি বাড়ির অন্য সদস্যদের হোম কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে।