ফেনী জেনারেল হাসপাতালে কর্মরত ডাক্তারদের জন্য পার্সোনাল প্রটেক্টিভ ইক্যুপমেন্ট (পিপিই), গ্লাভস ও মাস্ক দিলেন ফেনী-২ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী। আজ মঙ্গলবার (৩১ মার্চ) বিকালে শহরের মাস্টারপাড়াস্থ নিজ বাসভবন প্রাঙ্গণে হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ ইকবাল হোসেন ভূঞার কাছে এসব উপহার সামগ্রী তুলে দেন।
এসময় সাংসদ ডাক্তারদের উদ্দেশ্যে বলেন, আপনাদের স্বাস্থ্য নিরাপত্তা সবার আগে। ডাক্তাররা নিরাপদ থাকলে ফেনীবাসী নিরাপদ থাকবে।
ফেনী জেনারেল হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ ইকবাল হোসেন বলেন, মাননীয় সাংসদ নিজ তহবিল হতে ডাক্তারদের জন্য পিপিই, গ্লাভস ও মাস্ক প্রদান করেছেন।
এর আগে গত ২৮মার্চ জেলার বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ডাক্তারদের পিপিই উপহার দেয় ডাক্তারদের সংগঠন বিএমএ ফেনী জেলা।
ফেনী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ আবুল খায়ের মিয়াজি জানান, করোনা সংক্রমিত রোগীর চিকিৎসায় সাংসদের উপহার চলমান সময়ের জন্য খুব উপকারী। হাসপাতালে কর্মরত-কর্মকর্তা কর্মচারীর পক্ষে সাংসদের প্রতি তিনি কৃতজ্ঞতা জানান।
ডাক্তারদের পিপিই দেয়ায় ফেনী জেলা বিএমএকে হাসপাতালের পক্ষে তত্ত্বাবধায়ক কৃতজ্ঞতা জানান।