করোনাভাইরাস সংক্রমণের প্রাদুর্ভাব রোধকল্পে ফেনীতে হোম কোয়ারেন্টিনে রাখা ২৭৭ জন প্রবাসী ছাড়পত্র পেয়েছেন। ‘সঙ্গরোধে’ থাকাকালীন তাদের কারো মধ্যে কোন উপসর্গ দেখা না যাওয়ায় তাদের ছাড়পত্র দিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। আজ শুকবার (২৭ মার্চ) জেলা স্বাস্থ্য বিভাগ প্রদত্ত তথ্যানুযায়ী এসব জানা গেছে।
সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, গত ২৪ ঘন্টায় ফেনীতে আরও ৪২ প্রবাসীকে কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে। এ নিয়ে কোয়ারেন্টিনে থাকা মোট প্রবাসীর সংখ্যা দাঁড়ালো ৯২৭। তাদের সাথে পরিবারের সদস্যরাও হোম কোয়ারেন্টিনে রয়েছেন। গত ২৪ ঘন্টায় ছাড়পত্র দেয়া হয়েছে ৪২জন প্রবাসীকে। যাদের ১৪ দিনের হোম কোয়ারেন্টিন শেষ হয়েছে তাদেরকে মৌখিক ছাড়পত্র দিয়ে পর্যবেক্ষনে রেখেছে জেলা স্বাস্থ্য বিভাগ।
এর আগে গতকাল বৃহস্পতিবার জেলা সিভিল সার্জন ডাঃ সাজ্জাদ হোসেন বলেন, পরিস্থিতি মোকাবেলায় ফেনীর বিভিন্ন স্থানে ১০৫ টি আইসোলেশ বেডের ব্যবস্থা করা হয়েছে। তিনি বলেন, প্রয়োজন বোধে এর সংখ্যা বাড়ানো হবে। দরকার হলে ফেনীর যেকোন ১টি বেসরকারি হাসপাতালকে প্রস্তুত করা যাবে।
গত ১১ মার্চ হতে ফেনীতে প্রবাসীদের কোয়ারেন্টিনে পর্যবেক্ষণে রাখা শুরু করে জেলা স্বাস্থ্য বিভাগ।