দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থাপিত ‘মুজিব কর্নার’ এর উদ্বোধন করা হয়েছে। আজ (১৭ মার্চ) সকালে ফিতা কেটে মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে স্থাপিত এ কর্নারটির উদ্বোধন করেন চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ হাসান শাহরিয়ার কবীর।


উদ্বোধন শেষে কর্নারটি পরিদর্শন করেন তিনি। একই সাথে কমপ্লেক্সের আইসোলেশন ওয়ার্ড, শিশুদের খেলার জায়গা ও করোন সংক্রমণ রোধে হাত ধোয়ার বেসিন ও ফ্লু কর্নার পরিদর্শন করেন।


এসময় জেলা সিভিল সার্জন ডাঃ সাজ্জাদ হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ রুবাইয়াত বিন করিম, বিভাগীয় পরিচালকের সহধর্মীনি রোটারিয়ান তানিয়া কবীরসহ স্বাস্থ্য পরিদর্শক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।