করোনা ভাইরাস আক্রান্ত সম্ভাব্য রোগীদের দ্রুত সেবা প্রদানের লক্ষ্যে ফেনী জেনারেল হাসপাতালে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (১৪ মার্চ) হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ আবুল খায়ের মিয়াজীর সভাপতিত্বে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ মোঃ সাজ্জাদ হোসেন, ফেনী বিএমএর সভাপতি অধ্যাপক ডাঃ সাহেদুল ইসলাম কাওসার, সাধারন সম্পাদক ডাঃ বিমল চন্দ্র দাস, হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা (আরএমও) ডাঃ ইকবাল হোসেন ভূঞা, নাক, কান, গলা কনসালটেন্ট ডাঃ মোবারক হোসেন দুলাল, শিশু কনসালটেন্ট ডাঃ আশিকুর রহমান মন্ডল, সার্জারী কনসালটেন্ট ডাঃ খলিলুর রহমান অপু, প্রশাসনিক কর্মকর্তা মিজানুর রহমান প্রমুখ।
সভা শেষে করোনা ভাইরাস সনাক্ত রোগীদের জন্য আইসোলেশন ওয়ার্ড, ফ্লু-কর্ণার, আইসোলেশন বহিঃ বিভাগ, হাত ধোয়া কর্ণার, সি- পজেটিভ, বি-পজেটিভ ও ডায়ালাইসিস ইউনিট পরিদর্শন করেন চিকিৎসকরা।
ফেনী বিএমএর সভাপতি অধ্যাপক ডাঃ সাহেদুল ইসলাম জানান, করোনা ভাইরাস আক্রান্ত রোগীদের জন্য সেবা প্রদানে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে মঙ্গলকান্দি হাসপাতালে ২০ শয্যার ব্যবস্থার করা হয়েছে। সেখানে ২জন চিকিৎসক ৪ জন নার্সের সমন্বয় একটি টিম প্রস্তুত রাখা হয়েছে।
সিভিল সার্জন ডাঃ মোঃ সাজ্জাদ হোসেন জানান, করোনা নিয়ে আতংকিত না হয়ে সতর্ক হতে হবে। করোনা সংক্রমণ ঠেকাতে চিকিৎসকসহ বিশেষজ্ঞদের পরামর্শ ঘন ঘন হাত দোয়া, স্বাস্থ্যবিধি মেনে চলা, নিরাপদ দূরত্ব বজায় রাখার পরামর্শ দেন সিভিল সার্জন।