করোনা ভাইরাস ও এর প্রতিরোধ কার্যক্রম সম্পর্কে প্রশিক্ষণ নিতে ঢাকা যাবেন ফেনীর একটি চিকিৎসক দল। আজ (১২ মার্চ) করোনা ভাইরাসের পরিস্থিতি মোকাবেলায় গঠিত কমিটির প্রধান সমন্বয়কারী ফেনী জেনারেল হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা (আরএমও) ডাঃ ইকবাল হোসেন ভূঞা এ তথ্য নিশ্চিত করেছেন। চিকিৎসক দলে থাকছেন ডাঃ ইকবাল হোসেন ভূঞা ও ডাঃ সাইদুর রহমান।
তিনি জানান, করোনা ভাইরাস সম্পর্কে উন্নত প্রশিক্ষণ নিতে হাসপাতালের ২জন চিকিৎসেকর সমন্বয়ে একটি মেডিকেল দল ঢাকা যাচ্ছে। করোনার সচেতনতা বৃদ্ধি ও সম্ভাব্য পরিস্থিতি মোকাবেলায় স্বাস্থ্য বিভাগর সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে। ইতোমধ্যে হাসপাতালের সার্জারি ওয়ার্ডের ৮টি রুমে ৩০ শয্যায় আলাদা আইসোলেশন ওয়ার্ড চালু করা হয়েছে।
তিনি বলেন, সংক্রমণ এড়াতে আইশোলেসন ওয়ার্ডের জন্য আলাদা সিঁড়ির ব্যবস্থা রয়েছে। প্রস্তুত রয়েছে দক্ষ ডাক্তার ও কর্মঠ নার্সদের একটি দল। জরুরী বিভাগের সন্দেহমূলক কোন রোগী পাওয়া গেলে তড়িৎ ব্যবস্থা গ্রহণে প্রস্তুত রয়েছে টিমটির একাংশ।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, ফেনীতে বিভিন্ন দেশ হতে আগত ১২ ব্যক্তিকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
গতকাল এ প্রসঙ্গে সিভিল সার্জন ডাঃ সাজ্জাদ হোসেন জানিয়েছে, বিমানবন্দরে তাদের কারো শরীরে করোনা ভাইরাসের লক্ষণ পাওয়া যায়নি। তবু সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এসব প্রবাসীদের নাম ঠিকানা নিয়ে তাদের সঙ্গে যোগাযোগ করে প্রত্যেককে ১৪ দিন পারিবারিক কোয়ারেন্টাইনে থাকা নিশ্চিত করা হয়েছে।
বিদেশ হতে ফেনীতে ফিরেছেন এমন ব্যক্তিদের তথ্য পেতে অনুরোধ জানিয়েছেন সিভিল সার্জন। তিনি বলেন, করোনা ভাইরাসের সম্ভাব্য পরিস্থিতি মোকাবেলায় এবং ফেনীর মানুষের স্বাস্থ্য নিরাপত্তায় এটি জনগুরুত্বপূর্ণ বিষয়।
করোনা ভাইরাসের সম্ভাব্য পরিস্থিতি মোকাবেলায় সবধরনের প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানিয়েছেন সিভিল সার্জন। মঙ্গলবার সিভিল সার্জন কার্যালয়ে করোনা ভাইরাস সম্পর্কিত অবহিতকরণ সভায় ১০৫ শয্যার বিশেষ ব্যবস্থার প্রস্তুতির কথা জানানো হয়েছে। এতে ফেনী জেনারেল হাসপাতালে আইসোলেটেড ওয়ার্ডে ৩০ বেড, মহিপালে ট্রমা সেন্টারে ৩০ বেড, সোনাগাজীর মঙ্গলকান্দি ২০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সে ২০ বেডসহ ৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫ বেড করে ২৫ বেডের বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে।