ফেনীতে ৪ বিজিবির পৃথক অভিযানে ৭০ হাজার টাকার মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। রবিবার (৯ ফেব্রুয়ারি) ফুলগাজী ও পরশুরাম সীমান্ত এলাকা অভিযান চালিয়ে ৪০ বোতল ভারতীয় হুইস্কি ও ৪৬ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট জব্দ করে ৪ বিজিবি’র ফেনী ব্যাটালিয়নের সদস্যরা।


ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল কামরুজ্জামান জানান, রবিবার বেলা ১২ টার দিকে ফুলগাজীর আমজাদহাট এলাকায় অভিযান পরিচালনা করে ৪০ বোতল ভারতীয় হুইস্কি জব্দ করে তারাকুচা বিওপি’র হাবিলদার মোঃ রহমত হোসেন এর নেতৃত্বে ০৩ জনের একটি টহল দল। জব্দকৃত হুইস্কির মুল্য ৬০ হাজার টাকা।


একই দিন বিকালে পরশুরামের নোয়াপাড়া এলাকা হতে শ্রীপুর বিওপি’র সুবেদার মোঃ আবু সুফিয়ান হকের নেতৃত্বে ৫ জনের একটি টহল দল অভিযান পরিচালনা করে ৪৬পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট জব্দ করে। জব্দকৃত মাদকের সিজার মূল্য ১৩ হাজার ৮শ টাকা।