১৯ জানুয়ারি ২০২০ ।। পরশুরাম সংবাদদাতা ।।
ফেনীস্থ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি’র ৪ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল কামরুজ্জামান বলেছেন, সামাজিক মূল্যবোধ তৈরির মাধ্যমে ভালো মানুষ গড়তে হবে। আজ রবিবার (১৯ জানুয়ারি) সকালে পরশুরামের মির্জানগর ইউনিয়ন পরিষদে ব্যাটলিয়নের উদ্যোগে আয়োজিত জনসচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এসময় মাদক নির্মূলে পারিবারিক সচেতনতা সৃষ্টির পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধিদের ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
মাদক নির্মূলে ও সীমান্তে চোরাচালান বন্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এ সভার আয়োজন করে বিজিবি-৪।
সভায় মির্জানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুজ্জামান ভুট্টুর সভাপতিত্বে ও মির্জানগর তৌহিদ একাডেমীর শিক্ষক আবদুর রাজ্জাকের পরিচালনায় আরও বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জামসেদুল আলম, সুবার বাজার ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাও আনোয়ার শাহ্, বটতলা ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাও. মো. ছাদেক, মির্জানগর তৌহিদ একাডেমীর প্রধান শিক্ষক মো.আইয়ুব, কালিকাপুর বাশারত উল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.ইলিয়াছ, মধ্যম মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আবুল কাশেম, পরশুরাম প্রেসক্লাবের সভাপতি এম এ হাসান, ইউপি সদস্য ফজলুল বারী মনছুর প্রমুখ।
সভায় ইমাম, মুয়াজ্জিন, শিক্ষক, জনপ্রতিনিধি ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।