১২ জানুয়ারি ২০২০ ।। নিজস্ব প্রতিবেদক ।।


পুলিশ সপ্তাহ ২০২০ উপলক্ষ্যে চোরাচালান মালামাল উদ্ধার অভিযানে ‘খ’ গ্রুপে তৃতীয় হয়েছে ফেনী জেলা পুলিশ প্রশাসন। আজ রবিবার (১২ জানুয়ারি) সকালে জেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় এ তথ্য জানান ফেনী পুলিশ সুপার খোন্দকার নূরুন্নবী।


বাংলাদেশ পুলিশের অফিসিয়াল ফেইসবুক পেইজ হতে জানা যায়, প্রতি বছর অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার, মাদকদ্রব্য উদ্ধার ও চোরাচালান প্রতিরোধ বিশেষ অবদান রাখায় বাংলাদেশ পুলিশের বিভিন্ন জেলা ও ইউনিট সমূহকে ৬টি ক্যাটাগরিতে পুরস্কৃত করা হয়। প্রতিটি ক্যাটাগরিতে ৩ ইউনিটকে পুরস্কৃত করা হয়।


ফেইসবুক পেইজ হতে আরও জানা যায়, গত ৭ জানুয়ারি ২০১৯ সালের (গত ১ জানুয়ারি ২০১৯ তারিখ হতে ৩০ নভেম্বর ২০১৯ তারিখ পর্যন্ত) সাফল্য বিবেচনা করে প্রত্যেক ক্যাটাগরিতে ৩ ইউনিটকে পুরস্কৃত করেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার)। এতে চোরচালান মালামাল উদ্ধার অভিযানে খ গ্রুপে ৩য় হয় ফেনী জেলা পুলিশ। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী ইউনিট প্রধানকে সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করেন আইজিপি।


উল্লেখ্য, এর আগে গত ২০১৮ সালে পুলিশ সপ্তাহে চোরাচালান উদ্ধারে খ গ্রুপে ২য় হয়েছিল ফেনী জেলা পুলিশ।