৩০ ডিসেম্বর ২০১৯ ।। ফেনী ডেস্ক।।
ফেনী জেলা পুলিশের রিজার্ভ অফিস বার্ষিক পরিদর্শন করেছেন চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) খন্দকার গোলাম ফারুক বিপিএম (বার), পিপিএম। আজ সোমবার (৩০ ডিসেম্বর) সকালে জেলা পুলিশ লাইন্স মাঠে আয়োজিত বার্ষিক কুচকাওয়াজে পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন তিনি।
পুলিশ লাইন্সে ফেনী জেলা পুলিশ সুপার খোন্দকার নুরুন্নবী ডিআইজিকে ফুলেল অভ্যর্থনা জানান। প্যারেড অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আতোয়ার রহমানের নেতৃত্বে জেলা পুলিশ সদস্যদের সমন্বয়ে গঠিত ০৮টি কন্টিনজেন্ট ও ব্যান্ডদল কুচকাওয়াজে অংশ নেয়।
পরিদর্শনকালে জেলা পুলিশে কর্মরত কর্মকর্তাদের মাঠ পর্যায়ের প্যারেড দক্ষতা মূল্যায়ণ করেন ডিআইজি। এছাড়া চৌকস পুলিশ সদস্যদের পুরস্কৃত করেন তিনি। পরিদর্শন ও অভিবাদন গ্রহন শেষে জেলা পুলিশের বিভিন্ন দপ্তরের কর্মকান্ড সম্পর্কে অবহিত হন এবং বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।
এসময় জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।