ফেনী সদর উপজেলার ধর্মপুর আশ্রয়ণ প্রকল্প এলাকায় র্যাবের অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় শাড়ি, প্যান্ট ও ওষুধ উদ্ধার করা হয়েছে। উদ্ধার পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩২ লাখ টাকা। গতকাল বুধবার (২৯ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব-৭ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাতে ফেনী সদর উপজেলার ধর্মপুর আশ্রয়ণ প্রকল্প এলাকার মো. অহিদুল মুন্সির বসতঘরের পেছনে অবৈধভাবে আনা ভারতীয় কাপড় ও ওষুধ মজুদ রাখার খবরে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পরিত্যক্ত অবস্থায় পাঁচটি সাদা প্লাস্টিকের বস্তা ও ১২টি কার্টন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত বস্তা ও কার্টন থেকে ৩০২টি ভারতীয় শাড়ি, ২৪৮টি জিন্স প্যান্ট ও ২ হাজার ১৮৪ পিস ভারতীয় ওষুধ উদ্ধার করা হয়।
র্যাব জানায়, এসব পণ্য শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে দেশে আনা হয়েছিল। উদ্ধার পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩২ লাখ টাকা।
র্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) এআরএম মোজাফ্ফর হোসেন বলেন, উদ্ধার ভারতীয় পণ্য আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।


