অপরাধ দমনে টানা চতুর্থ দিন বিশেষ অভিযান পরিচালনা করেছে ফেনী জেলা পুলিশ। অভিযানে ডাকাতি, ছিনতাই, মাদক কারবারি, চোরচক্রের সদস্যসহ নতুন করে আরও ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন থানা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ নিয়ে এখন পর্যন্ত এই অভিযানে মোট ৭৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার (২৫ অক্টোবর) জেলা পুলিশ সূত্রে এসব তথ্য জানা গেছে।
জেলা পুলিশ সূত্র জানায়, চতুর্থ দিনের অভিযানে ফেনী মডেল থানা পুলিশ তিনজন ছিনতাইকারীসহ মোট ৫ জন, ছাগলনাইয়া থানা পুলিশ ১৪ কেজি গাঁজাসহ দুইজন এবং ছয় মাসের সাজাপ্রাপ্ত একজনসহ মোট ৩ জনকে গ্রেপ্তার করে। ফুলগাজী থানা পুলিশ ৩ জন, সোনাগাজী মডেল থানা পুলিশ গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত একজন,দাগনভূঞা থানা পুলিশ বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ২ জন আসামি এবং পরশুরাম মডেল থানা পুলিশ পরোয়ানভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করে।
এর আগে শুক্রবার (২৪ অক্টোবর) বিশেষ অভিযানে ছিনতাইকারীসহ ২৬ জন, বৃহস্পতিবার ১৬ জন ও তার আগে বুধবার দিনব্যাপী অভিযান চালিয়ে জেলার বিভিন্ন স্থান থেকে ১৮ জনকে গ্রেপ্তার করা হয়।
এ ব্যাপারে পুলিশ সুপার মো. হাবিবুর রহমান জানান, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে। অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ সর্বদা তৎপর রয়েছে।
