ফেনী শহরে যানজট নিরসনে মাঠে নেমেছেন প্রশাসনের কর্মকর্তারা। গতকাল রোববার (৬ অক্টোবর) বিকালে ট্রাংক রোড ও মহিপালে ট্রাফিক পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করে ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করাসহ এবং ট্রাফিক ব্যবস্থার উন্নয়নে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার ও পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান।
পরিদর্শন শেষে জেলা প্রশাসক বলেন, ফেনী শহরের যানজট নিরসনে ফুটপাত ও সড়ক দখলমুক্ত রাখতে মাইকিং করা হয়েছে। এছাড়াও, যানজট নিরসনে উচ্ছেদ অভিযান চলছে। যানজট নিরসনে সুষ্ঠ পরিকল্পনা গ্রহণের পাশাপাশি পৌরসভা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সহযোগিতা করবে।
পুলিশ সুপার সাংবাদিকদের বলেন, ফেনী শহরকে যানজট মুক্ত রাখতে পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করা হয়েছে। এ লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে।
পরিদর্শনের সময় আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক (ডিডিএলজি) ও পৌরসভার প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও উন্নয়ন, আইসিটি) ফাহমিদা হক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থোয়াই অংপ্রু মারমা, ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্ম সিংহ ত্রিপুরা, জেলা ট্রাফিক পুলিশ পরিদর্শক মোঃ আনোয়ারুল আজীম মজুমদারসহ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা।